হাসপাতালে সংস্কার উদ্যোগে সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের অগ্রগতি

- আপডেট সময় : ১১:২৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১০৬৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সেবা উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশন। গত দুই মাস ধরে হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নিয়ে কাজ করছে সংগঠনটি।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে হাসপাতালের হলরুমে চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের উপ-তত্ত্বাবধায়ক, আরএমও (রেসিডেন্ট মেডিকেল অফিসার), সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদ হাসান অনিক, উপদেষ্টা নীরব হাসান সুজনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে প্রশাসনের সহযোগিতায় সংস্কার কার্যক্রম শুরু হয়। এসব কাজ এখন চলমান। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আগামী এক মাসের মধ্যেই হাসপাতালের চিত্রে দৃশ্যমান পরিবর্তন আসবে।
সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালকে আরও পরিচ্ছন্ন, রোগীবান্ধব ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করাই তাদের মূল লক্ষ্য।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার বায়তুল মাল সম্পাদক মো. বরকত উল্লাহ, ওয়ারিয়র্স অব জুলাই কিশোরগঞ্জ জেলার সদস্য সচিব আশরাফুল ইসলাম নাদিম, আনাস ইব্রাহিম, সায়েম জায়ান, রাকিবুল ইসলাম, এমদাদুল হক, রওজা অফিসহসহ সহযাত্রী সোশ্যাল ফাউন্ডেশনের অন্যান্য সদস্য এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।