DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

মো: এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি
মার্চ ১০, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

দেশে নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা ও নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, “সারা দেশে নারী নির্যাতন ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। অপরাধীরা বিচারহীনতার সুবিধা নিয়ে আরও বেপরোয়া হয়ে উঠছে।”

এসময় বক্তব্য দেন শিক্ষার্থী ফজলে রাব্বী, সাদনান সাকিব, রিদিতা আহমেদ রোজা, নাবিলা তাবাসসুম বর্ষাসহ অন্যান্যরা। বক্তারা আরও বলেন, “দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।”

শিক্ষার্থীদের এ প্রতিবাদ কর্মসূচি চলাকালে তারা হাতে লাল কার্ড উঁচিয়ে প্রশাসনের ব্যর্থতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।