DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই জুন ২০২৩
ঢাকারবিবার ১১ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

ভারতে ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল এসডিজি ও লিডারশিপ সামিট অনুষ্ঠিত

Online Incharge
মার্চ ২৮, ২০২৩ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ ভারতের কোলকাতায় ছাব্বিশে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল ও ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের উদ্যোগে “ইন্টারন্যাশনাল এসডিজি ও লিডারশিপ সামিট” অনুষ্ঠিত হয় । বাংলাদেশ-ভারতের ডেলিগেটদের সরাসরি উপস্থিতিতে এই আন্তর্জাতিক সামিটটি অনুষ্ঠিত হয় । এছাড়া এই সামিটে আরো কয়েকটি দেশের ময়ূরপঙ্খীর পিস অ্যাম্বাসিডরগণ অনলাইন ডেলিগেট হিসেবে যুক্ত হয় ।সামিটটি পরিচালনা ও সভাপতিত্ব করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন।

বাংলাদেশ থেকে পুরস্কার পান উদ্যোক্তা ও লুসো বেলার চেয়ারম্যান আয়াত শিরিন, ইউ-এস বাংলার জিএম মোঃ কামরুল ইসলাম, প্রযোজক ও পরিচালক সাকিব সনেট, এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিইও সাজেদুর রহমান মুনিম। ভারত থেকে পুরস্কার পান ডিজাইনার ও ময়ূরপঙ্খীর কোলকাতা প্রেসিডেন্ট চন্দ্রিমা বসু, ময়ূরপঙ্খীর ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাম্বাসিডর পায়েল ভার্মা, সমাজকর্মী দেবলিনা মুখার্জী, পেইন্টার পুতুল ধর, আরভী জুয়েল্সের পরিচালক আন্সু আগারওয়াল, প্রিয়াংকা জানা, পার্থ প্রতিম মজুমদার, ডাঃ হার্স ভি আগারওয়াল, ডাঃ সাইলেন ভৌমিক, রতন ঝাউয়ার, রুপালি পাল, সায়ন্তিকা ঠাকুর, ইন্দ্রানি গাঙ্গুলি।

রুহিত সুমন বলেন, প্রথমেই ধন্যবাদ জানাবো এই আন্তর্জাতিক সামিটে যারা স্পন্সর ও পৃষ্ঠপোষকতা করেছেন তাদের । তাদের সহযোগিতা সামিটটিকে সুন্দর ও আকর্ষণীয় করেছে । ধন্যবাদ জানাবো আগত সম্মানিত অতিথি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডী, ডেলিগেট, সাংবাদিকসহ যারা বিভিন্নভাবে এই সামিটের সাথে সম্পৃক্ত ছিলেন । আমি আশা করি আপনাদের ঐকান্তিক সহযোগিতা ভব্যিষতেও অব্যাহত থাকবে ।

বাংলাদেশ-ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সামিটে শান্তি সংস্কৃতি, লিডারশীপ বিষয়ে বক্তাগণ আলোচনা করেন । এছাড়া দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিদের স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য “ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড” প্রদান করা হয় । পরবর্তীতে আরো কয়েকটি দেশে এই ইন্টারন্যাশনাল সামিটের আয়োজন করা হবে।

এমকে/আস্থা/এসএ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬
  • ১২:০১
  • ৪:৩৭
  • ৬:৪৯
  • ৮:১৫
  • ৫:১০