DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পেইন করেছে সোসাইটি ডেভেলপমেন্ট টিম,কিশোরগঞ্জ

রায়হান জামান,কিশোরগঞ্জ
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পেইন করেছে সোসাইটি ডেভেলপমেন্ট টিম,কিশোরগঞ্জ । শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ১নং ওয়ার্ড মনিপুরঘাট,কাটাখালী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

প্রায় ২ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রয়োজন হলেই রোগীদের বিনামূল্যে রক্ত দেওয়া হবে এই ডেটাবেজ থেকে।

সোসাইটি ডেভেলপমেন্ট টিম,কিশোরগঞ্জের আহ্বায়ক রায়হান জামান বলেন, ‘২০১৯ সাল থেকে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন মানবিক কাজ করছি। ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন এটা প্রথমবারের মতো করছি। আলহামদুলিল্লাহ ভালো সারা পেয়েছি। আমরা যশোদল ইউনিয়নের বাকি ৮টি ওয়ার্ডে ভবিষ্যতে আরো বড় পরিসরে বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পেইন কর্মসূচির পরিকল্পনা রয়েছে।’

সোসাইটি ডেভেলপমেন্ট টিম,কিশোরগঞ্জের উপদেষ্টা ডা.রাকিবুল ইসলাম ফারুকী বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ ক্যাম্পেইন করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে রক্ত দিয়ে থাকি।’

সোসাইটি ডেভেলপমেন্ট টিম,কিশোরগঞ্জ

এ ছাড়াও রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সবাইকে রক্তদানের উপকারিতা সম্পর্কে জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের মেডিকেল টেকনোলজিস্ট ইস্তিয়া আহমেদ মল্লিক , মাওলানা শরীফুল ইসলাম ফরহাদ,এইচ.এম রাকিবুল ইসলাম, হাফেজ উবায়দুল্লাহ,হিমেলসহ আরও অনেকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮