DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১২ই মার্চ ২০২৫
ঢাকাবুধবার ১২ই মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বিএনপির দু,গ্রপের সংঘর্ষে পথচারী হত্যাকান্ড নিয়ে ওসি’র বিভ্রান্তিকর বক্তব্য

স্টাফ রিপোর্টার
মার্চ ১১, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মহিষখলায় চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর থানার ওসির বক্তব্যে প্রত্যক্ষদশীর্সহ গণমাধ্যমকমীর্রা বিভ্রান্ত হয়েছেন। তিনি ঘটনার পর বলেছেন, নিহত মোহাম্মদ আলী সংঘর্ষের ঘটনায় নয়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

মোহাম্মদ আলী সংঘর্ষের ঘটনায় নয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন কিভাবে নিশ্চিত হলেন, এমন প্রশ্নের জবাবে ওসি বললেন, ‘আমি এমন কথা বলিনি, নিহতের পরিবারের লোকজন এমনটি দাবি করছেন।’

সোমবার গভীর রাতে মধ্যনগর থানার ওসির নিকট সীমান্ত সড়কে চাঁদাবাজি, সংঘর্ষ, পথচারী নিহতের প্রসঙ্গে পুনরায় জানতে চাইলে, ওসি মো. সজীব রহমান সংঘর্ষে বিএনপি—ছাত্রদলের কয়েকজন আহত হয়েছেন স্বীকার করলেও সীমান্ত সড়কে চুনাপাথর, কয়লা পরিবাহী গাড়ি আটকে চাঁদা আদায়ের প্রসঙ্গ কৌশলে এড়িয়ে যান তিনি। পরে বললেন, সীমান্ত সড়কে চাঁদাবাজির সাথে আমার বা থানা পুলিশের কোন ধরণের সম্পৃক্ততা নেই।

তবে ঘটনাস্থল পরিদর্শন করে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ জানান, দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজনের মৃত্যু হয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

একইভাবে সোমবার রাতে নবাগত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ জানান, চাঁদা আদায় কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুনেছি একপক্ষ চাঁদা আদায়ের বিপক্ষে ছিলেন। এ নিয়ে সংঘর্ষ বাধে। এসময় ঢিলের আঘাতে একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন এবং ১০—১৫ জন আহত হয়েছেন। একজন সহকারী পুলিশ সুপার ও থানার ওসির নেতৃত্বে ওখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষ চলাকালীন সময়ে সোমবার সন্ধায় মহিষখলা বাজারে থাকা একাধিক ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও, বাগলী স্থল শুল্ক স্টেশন থেকে মহিষখলা সীমান্ত সড়ক পথে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে আসা চুনাপাথর ও কয়লাবাহী গাড়ি থেকে গত কয়েকমাস ধরে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির স্থানীয় ছাত্রদল নেতা হারুনুর রশীদ গ্রুপ ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা হযরত আলীর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় মহিষখলা বাজারে দুই গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হযরত আলী গ্রুপের সদস্যরা হারুন গ্রুপের সদস্যদের ধাওয়া করে। প্রথম দফায় ধাওয়ার মুখে হারুন গ্রুপের সদস্যরা পালিয়ে যায়। ইফতারের পর ছাত্রদল নেতা হারুন গ্রুপের শতাধিক নেতাকমীর্ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহিষখলা বাজারে হযরত আলী গ্রুপের সাথে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে বাজারে থাকা উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা পথচারী মোহাম্মদ আলী কোন এক পক্ষ দেশীয় ঢিলের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন।

আরো পড়ুন :  এতিমখানায় ছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

অভিযোগ রয়েছে, উপজেলার মহিষখলা সীমান্ত সড়কে কয়লা—চুনাপাথরবাহী গাড়ি থেকে সড়ক পথ মেরামতের জন্য টাকা উত্তোলনের কথা বলে পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বছরের পর বছর চাঁদা আদায় করা হয়েছে। ৫ আগস্টের পর এই চাঁদা আদায়ের নিয়ন্ত্রণ নেয় বিএনপির একটি পক্ষ।

অভিযোগ রয়েছে বিএনপি নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হযরত আলীর সহোদর সোহেল তার লোকজন দিয়ে ওই সড়কে চাঁদাআদায় করায় করাচ্ছেন । হযরতের অপর সহোদর ভাই সাদ্দাম মহিষখআ সীমান্ত চোরাকারাবারে ঘাট নিয়ন্ত্রক হিসাবে ওসি সজীবের সোর্দ পরিচয়ে চোরাকারবারিদের নিকট থেকে চাঁদা আদায় করে আসছে।

বিএনপির দলীয় নির্দেশ উপেক্ষা করে গেল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়া বিএনপি নেতা দাবিদার হযরত আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ভাইয়েরা থানার ওসির সোর্স এর কাজ এবং সড়কে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১
  • ১২:১৩
  • ৪:২৫
  • ৬:০৯
  • ৭:২২
  • ৬:১২