DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪
ঢাকাসোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

করগাঁও আধুনিক ডায়াগনস্টিক সেন্টার থেকে ২০ লাখ টাকার চোরাই মাল উদ্ধার

রায়হান জামান,কিশোরগঞ্জ
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে আমীর আলীর কসমেটিক দোকানের তালা কেটে ২০ লাখ টাকার চুরি হওয়া মালামাল তিনদিন পর করগাঁও আধুনিক ডায়াগনস্টিক সেন্টার থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে করগাঁও বাজারে করগাঁও আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে তল্লাশি চালিয়ে তালাবদ্ধ একটি রুম থেকে ২৪ বস্তা চোরাই মাল উদ্ধার করে কটিয়াদী থানা পুলিশ। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে করগাঁও বাজারের আমীর আলীর কসমেটিকস ব্যবসায়ীর দোকান থেকে ২০ লাখ টাকার শাড়ী, লুঙ্গি, লেডিস ব্যাগ, বিভিন্ন ধরণের কসমেটিকস, বাচ্চাদের খেলনা, থান কাপড়সহ সমুদয় মালামাল চুরি হয়। দিনে চুরি যাওয়া মালামালের কিছু ডায়াগনস্টিক সেন্টারের একটি তালাবদ্ধ কক্ষে পাওয়া যায়।

 

গত মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ব্যবসায়ী আমির আলী বাদী হয়ে সন্দেহজনক ভাবে সুমন মোল্লা, মনিম, মোল্লা জালাল, সায়েম, মোস্তাক, মানিক, নিশাদ, সোহেলসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আমির আলীর প্রতিবেশী ব্যবসায়ী সুমনের করগাঁও আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ একটি রুম থেকে ২৪ বস্তা চোরাই মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকালীন সময়ে কৌশলে ব্যবসা প্রতিষ্ঠান ত্যাগ করেন সুমন মোল্লা।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে দোকানের তালা ভেঙ্গে অবৈধভাবে প্রবেশ করে প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় প্রতিপক্ষ। পরে ব্যবসায়ী আমির আলীকে তারা ক্ষমতার প্রভাব দেখিয়ে দোষারোপ শুরু করে। তারও পুলিশের কাছে পাল্টা অভিযোগ দায়ের করলে পাল্টাপাল্টি অভিযোগের কারণে পুলিশের অভিযান পরিচালনা করতে দেরি হয়। এক পর্যায়ে সুমনের কথার উপরেই পুলিশের সন্দেহ হয় এবং তার ভাড়া করা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সকল মালামাল উদ্ধার করা হয়। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদত হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, উদ্ধার করা মাল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮