কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্যে আর্থিক সহায়তা চাওয়াকে চাঁদাবাজি আখ্যা দিয়ে গণ অধিকার পরিষদ নেতার ফেসবুক স্ট্যাটাসকে রাজনৈতিক অজ্ঞতা বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার নেতারা।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ওই পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
জানা যায়, ২৮ এপ্রিল বিকাল ৫টা ৪৫মিনিটে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তাঁর নিজ ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়। এর পরই শুরু হয় আলোচনা-সমালোচনা।
গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার নেতাদের স্বাক্ষরিত একটি প্যাডযুক্ত করে ফেসবুকে লিখেন, তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘এই চিঠিটা ফেসবুকে ভাইরাল হয়েছে,ঘটনাটা কিশোরগঞ্জে। এভাবে চিঠি দিয়ে সহায়তার নামে চাঁদাবাজি দুঃখজনক। একটা সংগঠন গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো সেই সংগঠনটি কিছু কিছু নেতা ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় টেন্ডার, নিয়োগ বাণিজ্য, মামলা বাণিজ্য, এমনকি চাঁদাবাজির মত অপকর্মে জড়িয়ে পড়েছে। এটা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী। এমন পরিস্থিতির জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। যারা এসব করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে না। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে এসব অপকর্ম চলতে দেয়া যাবে না।’
পোস্টটির পরপরই কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তার ফেসবুকে প্যাডযুক্ত করে লিখেন- ‘বাহ! কিশোরগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৃক্ষরোপন কর্মসূচির নামে চাঁদা আদায়ের জন্য কিশোরগঞ্জের বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে তাদের স্বাক্ষর করা চিঠি পাঠিয়েছে!’
চাঁদাবাজির বিষয়ে কিশোরগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা. মো. শাহদৎ কবীর মকুল কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মে দিবসে উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিশোরগঞ্জে পনেরো হাজার বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আমাকে বলেছে সহযোগিতা করতে। যদিও প্যাডে লিখা ছিল আর্থিক সহায়তা। কিন্তু তারা কোনো টাকা-পয়সা চায়নি। আমি জিজ্ঞাস করেছিলাম টাকার কথা, তারা না করেছে। আমিও তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে কিছু গাছের অর্ডার করি। এখানে চাঁদাবাজির কি হলো!? যারা ফেসবুকে এমন পোস্ট দিয়েছে তারা আমাকে জিজ্ঞেস না করেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈষম্যবিরোধী ছাত্রদের কার্যক্রমকে বির্তকিত করা জন্য দিয়েছে।