ভাই-বোন এক স্কুলে ভর্তির দাবিতে সোচ্চার শিক্ষার্থী-অভিভাবক
- আপডেট সময় : ১২:০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
- / ১০৩৩ বার পড়া হয়েছে
আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিল শাখার শিক্ষার্থীদের মহোদর-সহদোরা ও জমজ ভাই-বোনদের ২০২৫ শিক্ষাবর্ষ থেকে ১০০% ভর্তি প্রদানের দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকরা।
রবিবার ( ২০ অক্টোবর ) সকালে প্রতিষ্ঠানের সামনে তাঁরা এ মানববন্ধন করেন।
এসময় অভিভাবকরা বলেন, ঢাকা মহানগরীর জনসংখ্যার দিক দিয়ে ঘনবসতীপূর্ণ শহর হওয়ায় যানজট লেগেই থাকে। তাছাড়া অভিভবকদের কর্মব্যস্ততা,অর্থনৈতিক ব্যয় ও মায়েদের এক স্কুল থেকে অন্য স্কুলে যাতায়াত করা বেশ কষ্টকর। এছাড়া আইডিয়াল স্কুলের মতো উন্নত শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অভিভবকদের মনোযোগ ধরে রাখা সম্ভব হচ্ছে না। তাই প্রতিষ্ঠানের অতীত ও চলমান সুনাম বৃদ্ধির প্রয়োজনে শিক্ষার্থীদের সহোদর-সহদোরা ও যমজ ভাই-বোনদের ২০২৫ শিক্ষাবর্ষ থেকে ১০০% ভর্তি গ্রহণের দাবি জানান।

তাঁরা আরও বলেন, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে ১০০% সহোদর কোটায় ভর্তি নিয়ে নেয়। কিন্তু আইডিয়াল স্কুলে ২%, ৫% ভর্তি দেখালেও আদৌ নেওয়া হচ্ছে না। তাঁরা ২%, ৫% নয়, ১০০% ভর্তির দাবি জানায় এবং দুই প্রতিষ্ঠানে দৌড়াদৌড়ি করে হয়রানির শিকার হতে চায় না।























