নিজস্ব প্রতিনিধি: বুধবার (২৭ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একটি পাঁচ বছরের শিশু ছেলে কান্না করছে। নোয়াখালী হাতিয়ার নলছিরা ইউনিয়নে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতার এক স্ত্রী।
জানা যায়, কান্না করা ওই ছেলে হলেন আয়শা চৌধুরী শারমিনের সন্তান। তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী। নলছিরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ইউনূসের গৃহবধূ।
পালিয়ে যাওয়ার আগে শারমিনের যুবদল নেতা সজীব আহমেদ সঙ্গে পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। এরপর তাদের মধ্যে মোবাইল নম্বর বিনিময় হয়। শুরু হয় কথোপকথন। সজীব আহমেদ সোনাদিয়া ইউনিয়ন যুবদলের নেতা। তিনি ৮নং সোনাদিয়া ইউনিয়নের রমু ছৌয়াল বাড়ির মোশারফের ছেলে।
সজীব আহমেদ স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। শারমিনের সঙ্গে সজীবের সম্পর্ক গড়ে ওঠার পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুই মাসের মধ্যে তারা একে অপরের সঙ্গে সম্পর্ক গভীর করে তোলে।
পাঁচদিন আগে শারমিন ও সজীব মিলে ইউনিয়ন থেকে পালিয়ে যান। শারমিনের স্বামী ইউনূস সরকার পতনের পর আত্মগোপনে রয়েছেন। ফলে তার অগোচরে এ ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়ার পর ৫ বছরের শিশু আরিয়ান মায়ের অভাবে অস্থির হয়ে পড়েছে। তার কান্না থামাছেই না।
এ বিষয়ে ইউনূস বলেন, যেটা হওয়ার হয়ে গেছে। আমি এ বিষয়ে আর কিছু বলতে চাই না। আমি আমার সন্তান নিয়ে ভালো আছি।
এদিকে যুবদল নেতা সজীব আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার মন্তব্য পাওয়া যায়নি।
এমকে/আস্থা