একজন সত্যজিতের ‘নায়ক’, অপরজন সত্যজিতের পছন্দের অভিনেতা। উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে তুলনামূলক আলোচনা বাঙালির আড্ডার রসদ হয়ে রয়েছে যুগের পর যুগ। থাকবেও। একটি মিথের মতো দুজনের আধিপত্য, এগিয়ে-পিছিয়ে…
আরব সাগরের হাওয়া কোনওদিনই তাঁর গায়ে লাগেনি। মায়ানগরী থেকে বহুবার ডাক এসেছে তবে তিলোত্তমার টান তাঁকে এক অদ্ভূত মায়ার বাঁধনে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় ভীষণরকমভাবে বাংলার, তিনি পুরোদস্তুর বাঙালি।…