DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

তাড়াইল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দোকান ও বসতবাড়ী পুড়ে ছাই

দেলোয়ার হোসেন রিপন, তাড়াইল
মে ১৪, ২০২৪ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের তাড়াইল বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।


সোমবার (১৩ মে) দুপুর ১২টার দিকে হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের গেট সংলগ্ন বাজারের গোরস্থান মার্কেট এলাকার নুর ইসলাম সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে নুর ইসলাম সুপার মার্কেটের একটি পেট্রোল এর দোকানে সিগারেটের আগুন থেকে লাগার সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হয়। আগুন লাগার পর পরই দ্রুত আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক তাড়াইল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

এছাড়া পার্শ্ববর্তী উপজেলা করিমগঞ্জ ও ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি করে ইউনিট এবং কিশোরগঞ্জ জেলা শহর থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তৎপরতা শুরু করে। এ ছাড়া তাড়াইল থানার ওসি মো. মনসুর আলী আরিফ এর তদারকিতে পুলিশ ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে অংশ নেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই অন্তত ৮টি দোকান ও ৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

এদিকে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোহাম্মদ এনামুল হক জানান, সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। এ ব্যাপারে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০