DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২১শে মে ২০২৪
ঢাকামঙ্গলবার ২১শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সংসারের চাকা ঘুরছেনা কিশোরগঞ্জের ফুটপাত ব্যবসায়ীদের

Doinik Astha
এপ্রিল ৩০, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিগত কয়েক মাস পূর্বে কিশোরগঞ্জ শহর যানজটমুক্ত রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে রাস্তার দুই পাশে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায় কিশোরগঞ্জ জেলা প্রশাসন। এতে প্রায় এক হাজারের বেশি ফুটপাত ব্যবসায়ী বেকার হয়ে পড়েছে। তাদের চোখে মুখে দেখা দিয়েছে হতাশার ছাপ। সংসারের চাকা ঘুরছেনা অধিকাংশ ফুটপাত ব্যবসায়ীদের।


কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার ব্রীজের দক্ষিণ পার্শ্বের মেইন রোডের দু’পাশে তাকালেই সহজে অনুধাবন করা যায়; বিগত কয়েক মাস পূর্বে অসহনীয় যানজটের কারণে মূল সড়কের উপর অবস্থিত ফুটপাতের উপর স্থাপিত ভাসমান দোকানগুলোকে তুলে দেওয়া হয়- যা প্রশংসনীয়।
নাম প্রকাশে অনিচ্ছুক, কয়েকজন ব্যবসায়ীরা বলছেন- গৌরাঙ্গ বাজার ব্রীজ সংলগ্ন পূর্ব পার্শ্বের খালি জায়গার ভাসমান দোকানগুলো তুলে দেওয়া হয়। এই জায়গাটা রাস্তার বাহিরের একটি অংশ। কিন্তু পশ্চিম পার্শে¦র সাধারণ পথচারীদের রাস্তার উপর অবস্থানরত দোকানগুলোর উপর কোন প্রশাসনিক চাপ আসেনি। তারা যদি রাস্তা বন্ধ করে ব্যবসা করতে পারে; আমরা কেন পারবো না।

কিশোরগঞ্জ নরসুন্দা হকার্স কল্যাণ সমবায় সমিতি লি: এর সভাপতি মো: সাদ্দাম হোসেন বলেন, ‘আমাদের সমিতিতে প্রায় ৫০জন হকার্স ব্যবসায়ীরা আছেন। আমরা মেইন রাস্তার উপরে ব্যবসা করি না। আমাদের ব্যবসায় পথচারীদের কোন অসুবিধা হয় না। আমাদেরকে বিনা নোটিশে উচ্ছেদ করা হয়েছে। প্রত্যেক ব্যবসায়ীর দুই থেকে তিন লাখ ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি। অনেক টাকার মাল আটকা পড়েছে। এখন আমাদের পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় আছি। আমাদেরকে যেন বিকল্প কোন ব্যবস্থা করে দেয়; প্রসাশন ও মেয়রের কাছে আমাদের এটাই দাবী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ৪:৩৩
  • ৬:৪০
  • ৮:০৩
  • ৫:১৩