কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের জানালা চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে চোর চক্রের এক সদস্য।
রবিবার (২৩ জুলাই) বিকাল ৪টার দিকে ঘটনাটি ঘটেছে।
আটককৃত চোর বিদ্যালয় সংলগ্ন খাসপাড়া গ্রামের আয়নাল মিয়ার ছেলে মো.মুন্না।
কিশোরগঞ্জ টেক্সটাইল মিলাস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্কুল চলাকালীন সময় স্কুলের দক্ষিণের ভবনে হাতুড়ির ঠুং ঠাং শব্দ হলে আমার স্কুলের নৈশ্য প্রহরী নজরুল ইসলাম সেখানে গিয়ে মুন্না নামের ছেলেটাকে হাতেনাতে ধরে ফেলে। পরে আমি স্কুলে এসে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
স্কুলের নৈশ্যপ্রহরী নজরুল ইসলাম বলেন, গত কয়েকমাস যাবৎ ওই চক্রের সদস্যরা আমাকে উত্যক্ত করছে। আজ বিকাল ৪টায় স্কুলের দক্ষিণের বিল্ডিংয়ে হাতুড়ির শব্দ শোনে সেখানে গিয়ে মুন্নাসহ আরো তিনজনকে জানালা খুলতে দেখি। পরে আমার উপস্থিতি টের পেয়ে তিনজন দৌঁড়ে পালিয়ে গেলেও মুন্না পালাতে পারেনি। এর আগেও মুন্না চক্র ওই বিল্ডিং থেকে ১২টি জানালা চুরি করে নিয়ে যায়।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে স্কুল কর্তৃপক্ষের অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।