DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৫ই ফেব্রুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ৫ই ফেব্রুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামে মহিষ চুরির ঘটনায় দুইজনকে পিটিয়ে হত্যা

রায়হান জামান,স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৪, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মহিষ চুরির ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার দেওঘর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় চুরি হওয়া মহিষটি উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন,নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের চারু মিয়ার ছেলে শাহজাহান (৪০) এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাগজিগ্রামের হিরু মিয়ার ছেলে নাসির (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান ও নাসির পার্শ্ববর্তী মনোহরপুর থেকে নৌকাযোগে একটি মহিষ চুরি করে নিয়ে আসেন। এ খবর পেয়ে স্থানীয় জনতা দেওঘর এলাকার লুডডা নদীর পাড় থেকে তাদের ধরে নিয়ে আসে। পরে তাদের দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনে বেঁধে রাখা হয়। এ খবর ছড়িয়ে পড়লে হাজারো জনতা গিয়ে তাদের পিটিয়ে হত্যা করে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনের নামে নাসিরনগর থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

ওসি আরও জানান, তারা চিহ্নিত চোর। চুরি করা মহিষটি উদ্ধার করা হয়েছে, তবে নৌকাটি চিহ্নিত করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ৪:১১
  • ৫:৫১
  • ৭:০৬
  • ৬:৩৭