DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২১শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ট্রেনের ৭০টি আসনের ১৯টি টিকিটসহ দুই কালোবাজারি আটক

রায়হান জামান, স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৫, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে আন্তঃনগর ট্রেনের ৭০টি আসনের ১৯টি টিকিটসহ দুই কালোবাজারিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪নভেম্বর) রাতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এই সময় টিকিট প্রিন্ট কাজে ব্যবহৃত ০১টি কম্পিউটার,০১ টি মনিটর, ০১টি মাউস, ০১টি কি-বোর্ড, ০১টি স্ক্যানার , ০১টি প্রিন্টার ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকার মৃত হাসু বেপারীর ছেলে আব্দুর রাজ্জাক ওরফে শাবু মিয়া (৬০) ও তাড়াইল উপজেলার বরুহা গ্রামের মৃত গোপাল চন্দ্র বর্মণের ছেলে তপু চন্দ্র বর্মণ (৩০)।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন মিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশের একটি দল রেলওয়ে স্টেশনের বটতলা এলাকা থেকে ট্রেনের ১৫টি আসনের চারটি টিকিটসহ প্রথমে আব্দুর রাজ্জাক ওরফে শাবু মিয়াকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী ওয়ালী নেওয়াজ খান কলেজ রোডের একটি দোকানে অভিযান চালিয়ে  তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে- তারা পরিচিতদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইন থেকে একাধিক টিকিট সংগ্রহ করেন। পরে ফেসবুকের বিভিন্ন পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের দ্বিগুণ দামে যাত্রীদের কাছে বিক্রি করেন। তারা ১৬০ টাকা মূল্যের টিকিট ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন।

এ ব্যাপারে শুক্রবার সকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬