DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সরারচরে মাদক ব্যাবসা বন্ধের দাবিতে আল্টিমেটাম অদৃশ্য কারণে বন্ধ হচ্ছে না মাদক

Astha Desk
নভেম্বর ৩০, ২০২৪ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

নুরজ্জামানন,বাজিতপুর,কিশোরগঞ্জ : বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নে কোন এক অদৃশ্য কারণে মাদক ব্যাবসা বন্ধ হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

মাদক ব্যাবসা বন্ধ করার জন্য আজ জুম্মার নামাজ এর পরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সরারচর বাজার শিল্প ও বনিক সমিতির প্রতিরক্ষা সম্পাদক রুবেল ভূইয়া সহ বাজারের ব্যাবসায়ী ও খালেকার ভান্ডা ফাউন্ডেশন এর সকল সদস্যরা।

উক্ত সমাবেশ থেকে সরারচর বাজার শিল্প ও বনিক সমিতির প্রতিরক্ষা সম্পাদক রুবেল ভূইয়া বলেন আজকের পর থেকে যারা সরারচর বাজারে মাদক বিক্রি করবে তাদের কে ধরে আইনের হাতো তুলে দেওয়া হবে। এই মাদক ব্যাবসার জন্য সরারচর বাজারে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। পাশেই সরারচর ইসলামিয়া ফাজিল ডিগ্রী ও এতিম খানা রয়েছে এই মাদক এর কারণে মাদ্রাসার ছাত্ররা মাদকের সাথে অলরেডি জড়িয়ে গেছে। তিন ঘন্টার ভিতরে মাদক কারবারিদের এখান থেকে চলে যাওয়ার জন্য আল্টিমেটাম দেওয়া হয়।

খালেকের ভান্ডা ফাউন্ডেশন এর সভাপতি রাকিবুল হাসান বলেন আমাদের পাশ্ববর্তী গ্রামে মাদকের ব্যাবসা ছিল আমরা সামাজিক ভাবে উদ্যোগ নিয়ে তা বন্ধ করেছি।এই মাদক ব্যাবসা বন্ধ করার পরে যারা মাদক সেবন করে তারা এখন সরারচর বাজার থেকে মাদক নেয়। আমাদের উদ্দেশ্য ছিল মাদক এলাকা থেকে মাদক বন্ধ করা সরারচর বাজারে তেজখালির পাড়ের এই স্পট এর কারণে মাদক বন্ধ করতে পারছি না। তারা সরকারি জায়গা দখল করে অবৈধ করে যাচ্ছে। প্রশাসন এর কাছে দাবি জানাই তারা যেনো সরকারি জায়গা থেকে মাদক কারবারিদের উচ্ছেদ করতে হবে। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না।প্রশাসন এর সাথে বার বার যোগাযোগ করার পরে ও অদৃশ্য কারণে দিনের পর দিন মাদক ব্যাবসা করে যাচ্ছে। এটা আর হতে দেওয়া যাবে না।

আমরা ১১টি শিক্ষা প্রতিষ্টান খালেকার ভান্ডা ফাউন্ডেশন এর পক্ষ থেকে কে চিঠি দিয়ে মাদক এর বিষয়ে সচেতন করার জন্য প্রতিষ্টান প্রধানদের আহ্বান জানিয়েছি।

আরো পড়ুন :  পানছড়িতে ৩টি ইউপি মহিলা দলের পরিচিত সভা অনুষ্ঠিত

এই সময়ে আরো উপস্থিত ছিলেন সরারচর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা অধ্যাক্ষ মুফতি শফি উদ্দিন,সরারচর বাজার শিল্প ও বনিক সমিতির সদস্য রুবেল মিয়া সহ স্থানীয় ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।

তিন ঘন্টার মধ্যেই মাদক বিক্রির টং দোকান সড়িয়ে দেওয়া হয়।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮