শিরোনাম:
ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কা, নিহত অন্তত ১৬

Doinik Astha
- আপডেট সময় : ০৫:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ১০৪৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৬০ জন। আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। হতাহত আরও বাড়তে পারে।
সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেনে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনাস্থলে শত শত স্থানীয় মানুষ জড়ো হয়েছেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি তারাও উদ্ধার কাজ চালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনটির তিনটি বগি দুমড়েমুচড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বগিগুলোতে অনেক যাত্রী চাপা পড়ে আছেন। কে জীবিত কে মারা গেছে বলা যাচ্ছে না। তাদের উদ্ধারে অভিযান চলছে।