DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪
ঢাকাশনিবার ৪ঠা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সাড়া ফেলছে তাদের ‘চোখ লাল কিসে’

Abdullah
সেপ্টেম্বর ১০, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মানিক খান, এসআর রিপোর্টার: জনপ্রিয় বিনোদন মাধ্যম টিকটক, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও রীতিমত ভাইরাল হয়েছে তাদের ‘চোখ লাল কিসে’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিও।চোখ লাল কিসে গানটিতে কাজ করেছেন প্রায় ২০জন শিল্পী। এর মধ্যে গানটিতে কণ্ঠ দিয়েছেন খায়রুল ওয়াসি, কামরুজ্জামান রাব্বী, রাজু মন্ডল, এসডি সাগর ও এমআর মানিক।

রাতারাতি ভাইরাল হওয়ার গানটির গীতিকার ও সুরকার জনপ্রিয় কণ্ঠশিল্পী খাইরুল ওয়াসি।গানটির সংগীত আয়োজন করেছেন এসডি সাগর।

মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাশেদ রানা। “জেএল মিউজিক” নামের নতুন মিউজিক কোম্পানি থেকে প্রকাশিত হয় গানটি। অসাধারণ চিত্রায়নের মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন সাইফুল ইসলাম রাফি, রাহমান আয়াত, যৌথ খান, জয় সরকার বাপ্পী, জন এলেক্স রয় এবং গল্পের মূল অংশে অভিনয় করেছেন কন্ঠশিল্পীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খায়রুল ওয়াসীর কথা,সুর ও সংগীত পরিচালনায় এসডি সাগরের সংগীতে “চোখ লাল কিসে” গানটি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে।

এই বিষয়ে এসডি সাগর, কামরুজ্জামান রাব্বি রাজু মন্ডল ও এম আর মানিক বলেন,খায়রুল ওয়াসীকে অসংখ্য ধন্যবাদ এই গানের সাথে আমাদের সম্পৃক্ত রাখার জন্য।আরো ধন্যবাদ জানাই JL Music এর কর্ণধার রাশেদ রানা ভাইকে আমাদের পুরো টিমের প্রতি আস্থা রাখার জন্য।গানটি যে এভাবে ছড়িয়ে যাবে ভাবতেই পারিনি।খায়রুল ওয়াসী বলেন গানটি অবশ্যই লোক গানে ভিন্ন মাত্রা।একটু ব্যাতিক্রম উপস্থাপন।লোক গানে সম্মিলিত পুরুষ কন্ঠের এমন গান বাংলাদেশি সংগীতে খুবই কম।তার মধ্যে চোখ লাল কিসে গানটি অন্যতমই বলবো।একদম নতুন চ্যানেল থেকে প্রথম গানেই বাজিমাত সকল সামাজিক মধ্যমের বর্তমান এই গানটির পর আরো কিছু গান রেকর্ড করা হচ্ছে। আশাকরি সেসকল গান গুলোও শ্রোতাদের ভাল লাগবে। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা গানটিকে ভালবেসে সম্পৃক্ত থাকার জন্য এবং ছড়িয়ে দেবার জন্য।

এমকে/আস্থা/এসএ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪