শরীফ হাসান, দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার রসুলপুর চকে ফসলি জমির মাটিকাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও দোহার থানা পুলিশে অভিযোগ করেছেন এলাকাবাসী।
গতকাল রোববার (২৯ জানুয়ারি) দুপুর ১টায় দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবাশ্বের আলম ও দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামালের কাছে মোট দশজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পত্রজমা দেন এলাকাবাসী।
ভুক্তভোগী আব্দুল হক (৪০) ও মোশাররফ (৬০) জানান, গত কয়েকদিন ধরে আমাদের জমির মাটিকেটে নিয়ে যাচ্ছে রাজিব চৌধুরী, মো. সুমন, মুরাদ, ঝিলু, জামাল, রানা, রনি, মো. রাসেল, অনু ও সৈকত। আমরা বাধা দিলে তারা আমাদেরকে মারতে আসে। আমরা কোনো উপায় না পেয়ে একশ জন এলাকাবাসীর স্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ উপজেলায় ও থানায় জমা দিয়েছি।
রসুলপুর চক থেকে কেটে নেয়া মাটি আমাদের জমি ব্যবহার করে পরিবহন করা হচ্ছে। আর এতে আমাদের ফসলি জমি নষ্ট হচ্ছে। সঙ্গে জমিতে থাকা ফসলও নষ্ট হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানালে তারা আমাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া এবং মেরেফেলার হুমকি দেয় বলে অভিযোগ করেন ওয়াজউদ্দিনের ছেলে আমজাদ হোসেন ও শাহেদ আলী বেপারী ছেলে হজরত আলী।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবাশ্বের আলম ও দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘আমাদের কাছে অভিযোগ দিয়েছেন আমরা পেয়েছি। আমরা এ বিষয় তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এমকে/মমিতা/আস্থা