সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল। বিশেষকরে সিলেটের এমসি কলেজের গণধর্ষণের ঘটনায় সমালোচনার ঝড় বইছে। অভিযুক্তদের অধিকাংশই ছাত্রলীগের নেতাকর্মী। তারপরও তাদের বিচার চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এ নিয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
দুপুর ১২টায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, অপরাধীর কোনো দল নেই। ধর্ষক যে দলের পরিচয়ই দিক না কেন, তাদের কঠিন বিচার হতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বিচার শেষ করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।
এমসি কলেজে গণধর্ষণ: ধর্ষকদের ধরতে সীমান্তে কড়া নজরদারি
এদিকে আলোচিত সিলেট এমসি কলেজের ঘটনায় যে মামলা করা হয়েছে তার প্রধান আসামিসহ দুজনকে আজ রোববার সকালে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি সাইফুর রহমানকে সুনামগঞ্জের ছাতক থেকে এবং অর্জুন লস্করকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা দুর্লভপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, বাকিদেরকে দ্রুতই গ্রেপ্তার করা সম্ভব হবে।
উল্লেখ্য, নববিবাহিতা স্ত্রীকে নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে বেড়াতে যান দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার এক বাসিন্দা। কলেজ ক্যাম্পাসে যাওয়ার পর তাদের জোর করে কলেজের ছাত্রাবাসে নিয়ে যায়। এ সময় স্বামীকে আটকে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। শাহপরাণ থানার পুলিশ খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।