আংগারিয়া ইউনিয়নে কর্মসূচি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ
- আপডেট সময় : ০৯:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৫৪ বার পড়া হয়েছে
আংগারিয়া ইউনিয়নে কর্মসূচি প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ
এস এম স্বাধীন, শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ২০২১-২০২২ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের চলছে ব্যাপক অনিয়ম।
এবছর ইউনিয়নটিতে অতিদরিদ্র প্রকল্পের পাঁচটি কাজ চলমান। প্রতিটি কাজের অনিয়ম দেখা মেলে। কাজ তদারকি করার মত কেউ নাই বললেই চলে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) ইউনিয়নের ১ নং ওয়ার্ড চর মধ্যপাড়া রেপতী মন্ডলের বাড়ি হতে নুরু মুন্সির মৎস্য ঘের অভিমুখে রাস্তা পূর্ননির্মাণ সেখানে শ্রমিক ধরা আছে ১২ জন দেখা মিলল মাত্র পাঁচ জনের। ২ নং ওয়ার্ড চরচটাং মমিন আলী সরদারের বাড়ি হতে হাবুল মোল্লার ইরি ব্লক অভিমুখে রাস্তা পুনঃ নির্মাণ সেখানে শ্রমিক ধরা আছে ২০ জন দেখা মিলল মাত্র ২ জনের।
৫ নং ওয়ার্ডের দক্ষিণ ভাসানচর সত্তর সরদার এর বাড়ির সামনে থেকে সত্তর মাঝীর বাড়ির রাস্তা পুনঃ নির্মাণ সেখানে শ্রমিক ধরা আছে ১২ জন কাজ করতে দেখা গেল ৩ জনকে।
৮ নং ওয়ার্ড দরিচর দাতপুর রাজ্জাক কাজীর দোকান হতে আত্তর খার বাড়ির রাস্তা পূর্ননির্মাণ সেখানে শ্রমিক ধরা আছে ১২ জন কিন্তুু স্থানীয়রা অভিযোগ জানান প্রায় দশ বারো দিন যাবত সেখানকার রাস্তার কাজ বন্ধ।
৯ নং ওয়ার্ড পশ্চিম পরাসদ্দি ওহাব মোল্লার বাড়ী হতে সুজন সরদার এর বাড়ির রাস্তা পুনঃ নির্মাণ সেখানে শ্রমিক ধরা ১২ জন পাওয়া গেল পাঁচজন।
কাজ বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে ৮ নং ওয়ার্ডের প্রকল্প সভাপতি কাকিনা বেগম বলেন, কাজ বন্ধ আছে কিছুদিন যাবত তবে কাজ সম্বন্ধে আমার তেমন কোন ধারণা নাই আমার ছেলেই সবকিছু করে।
৫ নং ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দিন মোল্লা কে কাজের অনিয়মের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মামলা মোকাদ্দমা আমি একটু ঝামেলায় আছি এই জন্য কাজের কাছে আসতে পারি না।
ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জুয়েলের কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের দায়িত্ব না। কার দায়িত্ব সে বিষয়ে প্রশ্ন তুললে তিনি বলেন আপনারা আসছেন আপনারাই দেখে যান এ বিষয়ে আমি কিছু জানিনা।
সমগ্র ইউনিয়নে কাজের অনিয়মের কথা জানতে চাইলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার বলেন, তথ্য যেমন পাইছেন ওইভাবেই নিউজ করে দেন।
শরিয়তপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, যেহেতু অভিযোগ আসছে আমি বিষয়টি দেখব এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।
[irp]


















