DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আওয়ামীলীগ ও বিএনপির পছন্দের জায়গায় সমাবেশ, জামাতকে না

Astha Desk
অক্টোবর ২৬, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামীলীগ ও বিএনপির পছন্দের জায়গায় সমাবেশ, জামাতকে না

স্টাফ রিপোর্টারঃ

রাজনৈতিক দলগুলোর ২৮ অক্টোবরের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে সারা দেশে বিরাজ করছে উৎকণ্ঠা। কোনো দলকেই এখনো আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দায়িত্বশীল সূত্র বলছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপিকে তাদের পছন্দের জায়গাতেই সমাবেশ করতে দেওয়া হবে। তবে জামায়াতকে কোনোভাবেই মাঠে নামতে দেবে না ডিএমপি।

ডিএমপির একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, দুই দলই পছন্দের জায়গায় অনুমতি পাবে। ঝামেলা করলে সর্বোচ্চ কঠোর হবে পুলিশ।

এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন (ক্রাইম অ্যান্ড অপারেশন) বলেন, এখনো লিখিতভাবে কোনো দলকে অনুমতি দেওয়া হয়নি। আগামীকাল সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। ঢাকার প্রবেশমুখে প্রত্যেকটা জায়গায় চেকপোস্ট বসবে ও তল্লাশি করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮