DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আওয়ামীলীগ পুলিশ বেষ্টনীতে দাঁড়িয়ে আক্রমণ করে-রিজভী

Astha Desk
মে ২৩, ২০২৩ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামীলীগ পুলিশ বেষ্টনীতে দাঁড়িয়ে আক্রমণ করে-রিজভী

 

আস্থা ডেস্কঃ

আমরা চাই শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান হোক। একই সাথে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। জনগণই নির্ধারণ করুক তারা কাকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। আজ নাইকো মামলার কার্যক্রম শুরু হয়েছে, এই মামলার প্রধান আসামি ছিল শেখ হাসিনা নিজেই। সে রাষ্ট্রক্ষমতার জোরে নিজের নাম বাদ দিয়ে খালেদা জিয়ার নাম ঢুকিয়েছে। প্রধানমন্ত্রী মৃত্যুকে ভয় না পেলেও নিরপেক্ষ নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

 

বিএনপির নেতা-কর্মীদের ‘সাহসী’ আখ্যা দিয়ে রিজভী বলেন, ক্ষমতাসীন দল পুলিশের বেষ্টনীতে দাঁড়িয়ে থেকে পুলিশ দিয়ে আমাদের আক্রমণ করে। আইনি অস্ত্র দিয়ে আমাদের ঘায়েল করে। আমরা খালি হাতে লড়তে নামি। আমরাই প্রকৃত সাহসী যে অপশক্তির বিরুদ্ধে খালি হাতে লড়াই করি। আজ খালেদা জিয়া বন্দী, তারেক রহমান দেশের বাইরে। আপনারা তাঁদের ফিরিয়ে আনার লড়াইয়ে নামুন।

 

পদযাত্রায় মহানগর বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালিত সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান সুমন প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০