গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ‘তে আগামী সপ্তাহের ভিতর অনলাইনে ক্লাস নেওয়া শুরু করার চিন্তা করছেন বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত ভিসি প্রফেসর এ কিউ এম মাহবুব।
এ ব্যাপারে তিনি জানান, করোনা মহামারীর কবলে গত ১৭মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মানসিক স্থীতি নষ্ট হয়ে যাচ্ছে। সম্প্রতি দেশের বেশ কয়েকটি সরকারী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সেজন্য আমরাও শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার চিন্তা করছি। হয়তো আগামী সপ্তাহের মধ্যে ইউজিসি কর্তৃক সিদ্ধান্ত মোতাবেক অনলাইন ক্লাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবো।
নেটওয়ার্ক নেই, গাছে উঠেই করছে অনলাইন ক্লাস
তবে সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর চেয়ারম্যান ও ডিনের সাথে আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব অনলাইন ক্লাস শুরু করবেন বলে জানান তিনি।
ইন্টারনেট সুযোগ-সুবিধা এবং ডিভাইস সম্পর্কিত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইনের ক্লাস পরিচালনা করার জন্য বিভিন্ন সিম কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে স্বল্প মূল্যে শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা দেওয়া হচ্ছে। আমরাও শিক্ষার্থীদের স্বল্প মূল্যে ইন্টারনেট সুবিধা দিয়ে অনলাইন ক্লাসে আগ্রহী করার চেষ্টা করছি।
উল্লেখ্য যে, সম্প্রতি দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হয়ে যাওয়ায় বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করার চিন্তা করছে এবং তারা অনলাইন ক্লাসে আগ্রহ প্রকাশ করে জানিয়েছে, করোনার কারনে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তারা সেশনজটে পরে যাবে। অন্যদিকে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হওয়ার চাকরী বাজারে এক বছর পিছিয়ে যাবে বলে অনলাইন ক্লাস করার আগ্রহ প্রকাশ করেছে শিক্ষার্থীরা।