শেখ আবদুল্লাহ আনোয়ারা, প্রতিনিধি: আনোয়ারা সদর উপজেলা ডাকবাংলো সড়কের সাথে সংযোগ কেন্দ্রীয় কবরস্থান গুরুত্বপূর্ণ সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
এ কাজের উদ্বোধন করেন ৭ নং আনোয়ারা সদর ইউনিয়ন চেয়ারম্যান অসীম কুমার দেব । এসময় সময় আওয়ামীলীগের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ডাকবাংলো সড়কের সাথে সংযোগ কেন্দ্রীয় কবরস্থান সড়কটি সম্পন্ন হলে প্রায় ৭-৮হাজার মানুষ উপকারভোগ করবেন বলে জানাযায়।
উদ্বোধন শেষে অসীম কুমার দেব জানান, ডাকবাংলো সড়কের সাথে সংযোগ কেন্দ্রীয় কবরস্থান সড়কটি হাজারো মানুষ এ সড়ক নিয়ে দূর্ভোগে ছিলেন। আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে সড়কটি টেকসই করার লক্ষ্যে আরসিসি ঢালাই করা হচ্ছে । আমি আনোয়ারা সদর ইউনিয়নবাসীর পক্ষে মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয় প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।