শিরোনাম:
আনোয়ারায় বৈরাগ সমাজ কল্যাণ পরিষদ কমিটি গঠন
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:০০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১০৬৫ বার পড়া হয়েছে
আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা উপজেলার ১ নং বৈরাগ ইউনিয়নে সমাজিক সংগঠন বৈরাগ সমাজ কল্যাণ পরিষদের কমিটি গঠন তারেকুর রহমান সভাপতি ইমরান হোসেন সাধারণ সম্পাদক ও আবুল ফয়েজকে সাংগঠনিক সম্পাদক করে ২৮ জন্য বিশিষ্ট কমিটি দুই বছরে জন্য কমিটি গঠন করে হয়।
সোমবার (১৫ মার্চ) বৈরাগ সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা মনির হোসেন ও নুরুল আজীম এক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
উক্ত কমিটিতে বিভিন্ন পদে যারা দায়িত্ব পেয়েছেন,সহ-সভাপতি নঈম উদ্দীন,যুগ্ম সাধারন সম্পাদক আবু সৈয়দ,অর্থ সম্পাদক তারেকুল ইসলাম,প্রচার সম্পাদক নুরুল আজীম আরিফ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মোহাম্মদ আজগর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দিদারুল ইসলাম(নয়ন),দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক জাবেদ রানা,,ধর্ম সম্পাদক নাঈম উদ্দীন(হুজুর),সমাজ কল্যান সম্পাদক শফি আলম,উপ-সমাজ কল্যাণ সম্পাদক শফিকুর রহমান (সাকিব),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,আরিফুল ইসলাম,উপ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাইনুল ইসলাম(সাইপ),এাণ ও দূযোর্গ সম্পাদক মোঃ সুমন উপ-এাণ ও দূযোর্গ সম্পাদক ,জাহেদুল ইসলাম (সুজন), মহিউদ্দীন,সায়েল আহমদ,মোঃআসিফুল ইসলাম,মোঃনাঈম উদ্দীন,মোঃমনির উদ্দীন,মোঃহেলাল উদ্দীন,মোঃরিফাতুল ইসলাম,মোঃঈসমাইল,মোঃহাসেম,মোঃজিসান কার্যনির্বাহী সদস্য করে কমিটি ঘোষনা করা হয়।


















