শিরোনাম:
আফগানিস্তানে বিমান হামলায় ৪০ তালেবান নিহত
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৯:২৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৩৮৯ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে সরকারি বাহিনীর হামলায় অন্তত ১৮ তালেবান নিহত হয়েছেন।শনিবার এক বিবৃতিতে স্থানীয় সরকার এমন তথ্য দিয়েছে।-খবর সিনহুয়ার
বলা হয়, নানগড়হারের পার্বত্য শেরজাদ জেলায় রাতে এ বিমান হামলা চালানো হয়।বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে প্রাদেশিক কমান্ডার খালিদসহ তালেবানের কথিত রেড ইউনিট বা স্পেশাল ফাইটার রেজিমেন্টের ১৪ সদস্য রয়েছে।
আফগান নিরাপত্তা বাহিনী তালেবানের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। এখন পর্যন্ত তালেবানের কাছ থেকে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।





















