DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

আবার ওই গোঁজামিল বাজেট-মির্জা ফখরুল

Astha Desk
জুন ২, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

আবার ওই গোঁজামিল বাজেট-মির্জা ফখরুল

 

স্টাফ রিপোর্টারঃ

২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে গোঁজামিলের বাজেট। আমাদের মন্ত্রী বলছেন যে একটা চমৎকার বাজেট হয়েছে। সরকার বলছে একটা সুন্দর বাজেট, যেটা নাকি পরিবর্তন আনবে। কিন্তু আমাদের নিয়ন্ত্রিত মিডিয়া, তারাই বলছে, এই বাজেট মানুষের মধ্যে কোনো স্বস্তি আনতে পারে না। যে মূল্য বৃদ্ধি, ভয়ংকর একটা অর্থনৈতিক সংকট, এখান থেকে বেরিয়ে আসার জন্য যে বাজেট হওয়ার দরকার ছিল, সেই বাজেট দিতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।

 

আজ শুক্রবার (২রা জুন) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সভার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

 

বাজেট প্রসঙ্গে ফখরুল আরও বলেন, ‘কীভাবে টাকা আসবে, কোত্থেকে টাকা আসবে, কীভাবে প্রবৃদ্ধি অর্জন হবে, সে সম্পর্কে সুস্পষ্ট কোনো কিছু নাই। এরা সব সময় মানুষকে প্রতারণা করে, বিভ্রান্ত করে। আজকেও একই কাজগুলো তারা করেছে।

 

অনেক করেছো, এনাফ ইজ এনাফ। আর জাতির কষ্ট না বাড়িয়ে পদত্যাগ করে বিদায় হয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে মানে মানে বিদায় হও। তা না হলে এ দেশের মানুষ কীভাবে বিদায় করতে হয়, তা খুব ভালো করে জানে। উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকারকে আর ক্ষমতায় রাখা যায় না। এরা প্রতি মুহূর্তে, প্রতিদিন আমাদের জাতির ভবিষ্যৎকে নষ্ট করছে, আমাদের সম্ভাবনাকে নষ্ট করছে, সবকিছুকে বিলীন করে দিচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০