আফ্রিকায় ১৯৯৮ সালে মার্কিন দূতাবাসে হামলায় অভিযুক্ত আল কায়েদা নেতা আব্দুল্লাহ আহমেদ আবদুল্লাহ ওরফে আবু মোহাম্মদ আল-মাসরিকে ইরানে ঢুকে ইসরায়েলি গোয়েন্দারা হত্যা করেছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।তিন মাস আগে চলতি বছরের আগস্টে তেহরানে মোটরসাইকেলে করে দুই ইসরায়েলি গোয়েন্দা সদস্য গুলি করে আল-মাসরিকে হত্যা করে, এমনটাই বলছে নিউইয়র্ক টাইমস।
এদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত সেন্টার ফর গ্লোবাল পলিসির পরিচালক হাসান দাবি করেছেন, এক মাস আগে আল কায়েদার প্রধান আইমান আল জাওয়াহিরি মারা গেছেন। স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
উগ্রপন্থীদের গণমাধ্যম পর্যবেক্ষণকারী সাইট ইন্টিলিজেন্সের পরিচালক রিতা কাটজ এ বিষয়ে বলছেন, ‘আল-জাওয়াহিরির মৃত্যু হয়েছে বলে অসমর্থিত খবর প্রচারিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আল কায়েদা কখনোই তাদের নেতাদের মৃত্যুর খবর সঙ্গে সঙ্গে প্রকাশ করে না। এটা খুবই সাধারণ বিষয়।’
এর আগেও বিভিন্নভাবে আল-জাওয়াহিরির মৃত্যুর খবর প্রকাশিত হলেও আবার তার আত্মপ্রকাশ দেখেছে বিশ্ববাসী।
এদিকে হ্যাভারফোর্ড কলেজের সহযোগী অধ্যাপক এবং আল-কায়েদা ও জিহাদবাদ সম্পর্কিত একাধিক বইয়ের লেখক বারাক মেন্ডেলসোহন বলেছেন, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলি বিশ্বাস করে যে জাওয়াহিরি খুব অসুস্থ। শেষ পর্যন্ত তিনি যদি মারা নাও যান, তবে তা শীঘ্রই ঘটবে।
এদিকে সামরিক বিশ্লেষকরা জানাচ্ছেন, যদি আল কায়েদার এই দুই প্রধান ব্যক্তির মৃত্যু হয় তবে তা আল কায়েদার জন্যে অপূরণীয় ক্ষতি। বিশেষত ১১ সেপ্টেম্বরের হামলা পরিকল্পনার সময় আল কায়েদার বিশ্বব্যাপী প্রভাব ছিল তা অনেকাংশেই কমে যাবে বলে ধারণা করছেন তারা।
আরো পড়ুন
বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
আবার আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
পাকিস্তানের কূটনৈতিক ডেকে কঠোর প্রতিবাদ ভারতের
করোনার ভ্যাকসিন তৈরি করতে রাশিয়ার সাথে দ. কোরিয়ার চুক্তি
মহামারিতে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ ১৮ হাজার
মহামারিতে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ ১৮ হাজার
ভারত সন্ত্রাসী হামলায় মদদ দিচ্ছে: পাকিস্তান
আরো পড়ুন
মহামারিতে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ ১৮ হাজার
ভারত সন্ত্রাসী হামলায় মদদ দিচ্ছে: পাকিস্তান
পুতুল সরকারকে ক্ষমতা থেকে সরান: পিপিপি প্রধান বিলওয়াল
কৃষক বিদ্রোহ সামলাতে বৈঠকে মোদি সরকার
হামে বিশ্বে ৫০ শতাংশ মৃত্যু বেড়েছে, আক্রান্তও বেশি
মাছে করোনা, ভারতীয় প্রতিষ্ঠান থেকে আমদানি নিষিদ্ধ চীনে
রিপাবলিকান নেতারা গণতন্ত্রকে ছোট করছে: ওবামা