শিরোনাম:
আলুর কেজি ৪৬টাকা, নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের
News Editor
- আপডেট সময় : ০৭:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
- / ১০৯৫ বার পড়া হয়েছে
পেঁয়াজ ও চালের দাম বাড়ার কারসাজি চলে বছরে কয়েকবার। কিন্তু এবার দাম বেড়ে যাওয়ার তালিকায় নতুন করে যুক্ত হলো নিত্যপণ্য আলু। রাজধানীর পাইকারি বাজারে প্রতিকেজি আলু এখন বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৬ টাকায়। যদিও দুদিন ধরে দাম স্থিতিশীল বলছেন পাইকাররা।
ব্যবসায়ীরা জানান, করোনায় ত্রাণ বিতরণ ও বন্যার কারণে অন্যান্য সবজির উৎপাদন কমে যাওয়ায় প্রভাব পড়েছে আলুর ওপর। তবে বাজারে সরবরাহ বাড়ানোর জন্য হিমাগারগুলোতে মনিটরিংয়ের দাবি জানান তারা।
খুচরা বাজারে কেজিতে আলুর দাম বেড়েছে ৭ থেকে ১০ টাকা। বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকায়। এতে নিত্য কেনাকাটায় হিসেব মেলাতে পারছেন না ভোক্তারা।
বছরে ৭০ থেকে ৭৫ লাখ মেট্রিকটন আলুর চাহিদা থাকলেও গত বছর উৎপাদন হয়েছে এক কোটি ৯ লাখ মেট্রিকটন।























