সোহরাব হোসেন, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল জনাব এসএম জামিল আহমেদ স্যারের তত্ত্বাবধানে এবং আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মাদ গোলাম কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-১২/০৯/২০২০ তারিখ এসআই (নিঃ) জাহাঙ্গীর সেলিম, এসআই (নিঃ) গাজী নূর নবী, এসআই (নিঃ) ফকির জুয়েল রানা, এসআই (নিঃ) নবাব আলী, এসআই (নিঃ) জাহাঙ্গীর হোসেন, এসআই (নিঃ) মিঠুন মন্ডল, এসআই (নিঃ) মামুন হোসেন, এএসআই (নিঃ) নাজিম উদ্দীন, এএসআই (নিঃ) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় ওয়ারেন্ট ভূক্ত আসামী
১. মুরশিদ সানা, পিং-সিরাজুল সানা, সাং-কেয়ারগাতী, ২। ইমরান, পিং-খলিল সরদার, সাং-বুধহাটা, ৩। নজরুল ইসলাম, পিং-গহর আলী সরদার, সাং-আশাশুনি, ৪। রফিকুল ইসলাম, পিং-জিহাদ আলী, সাং-শ্রীকলস, ৫। জিন্নাত সরদার, পিং-গনি সরদার, সাং-খড়িয়াটি, ৬। আছুবার মোড়ল, পিং-মৃত আরশাদ মোড়ল, সাং-খড়িয়াটি, ৭। সুমন, পিং-জাহাঙ্গীর সানা, সাং-রাজাপুর, ৮। নজরুল, পিং-নুরুল ঢালী, সাং-মহিষকুড়, ৯। সবুজ হোসেন, পিং-আব্দুল কাদ্দুস সরদার, সাং-বকচর
সর্ব থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা উক্ত আসামীগনকে নিজ নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। আসামীদেরকে বিচারার্থে ইং-১৩/০৯/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।