আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি: আনোয়ারা উপজেলার অন্যতম সামাজিক সংগঠন আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (৩ সেপ্টম্বর ) বিকালে উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়নের পশ্চিম বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্টিত হয় ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৫নং বরুমচড়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব , পশ্চিম বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দাতা সদস্য মুহাম্মদ মনির উদ্দীন, পশ্চিম বরুমচড়া সি এন জি সমবায় সমিতি সভাপতি মুহাম্মদ জহিরুর ইসলাম,আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক শেখ আবদুল্লাহ, পরিচালনা পরিষদের সদস্য মুহাম্মদ রাসেল, বরুমচড়া ইয়াং স্টার ক্লাবের সভাপতি সোয়াইফুর ইসলাম ,মোঃরায়হান,সাইফুল উদ্দীন বাবর, মুকাদ্দেস, সাকিবুল ইসলাম প্রমুখ। পরিবেশ সুরক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরে শেখ আবদুল্লাহ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় যেখানে কোনো দেশের মোট আয়তনের অন্তত ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন সেখানে বেশিরভাগ দেশই তা রাখতে ব্যর্থ হয়েছে।
এর ফলে বৃক্ষহীনতায় পৃথিবীর অনেক অঞ্চলে মরুভূমির সৃষ্টি হচ্ছে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আমাদের এই কর্মসূচীতে অংশ নিতে পারবেন যে কেউ।