DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত-৩৮

Ellias Hossain
আগস্ট ৮, ২০২৩ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত-৩৮

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি শহরের আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে চারজনই বেসামরিক নাগরিক। আজ মঙ্গলবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

 

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলের পোকরভস্ক শহরের আবাসিক ভবনগুলোতে দু’টি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত এবং ৩১ জন আহত হয়েছে। এছাড়া ইউক্রেনের কুপিয়ানস্ক জেলার ক্রুহলিয়াকিভকা গ্রামে রাশিয়ার হামলায় আরো দুজন নিহত হয়েছে।

ইউক্রেনের কর্মকর্তাদের প্রকাশিত বেশ কিছু ভিডিও এবং ছবিতে দেখা যায়, রুশ হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পাঁচতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংসহ ধ্বংসস্তূপের মধ্যে কাজ করছেন উদ্ধারকর্মীরা। আহতদের চিকিৎসার জন্য ঘটনাস্থলে একটি অ্যাম্বুলেন্সও ছিল।

ক্লাইমেনকোর জানিয়েছে, প্রথম হামলায় চারজন বেসামরিক লোক মারা যায় এবং দ্বিতীয় হামলার সময় দোনৎস্কের একজন জরুরি কর্মকর্তা নিহত হয়। হামলার পর ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ১৯ পুলিশ কর্মকর্তা, পাঁচ উদ্ধারকর্মী এবং এক শিশু রয়েছে। উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০