আস্থা ডেস্কঃ
ইউক্রেনে সামরিক সাহায্য পাঠাতে যাচ্ছে সুইডেন। এসব সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ট্যাঙ্ক বিধ্বংসী অস্র, হেলমেট এবং দেহরক্ষার বর্ম। সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন রবিবার এ ঘোষনা দিয়েছেন। সূত্র-রয়টার্স।
এসবের মধ্যে রয়েছে ১ লাখ ৩৫ হাজার ফিল্ড রেশন, ৫ হাজার হেলমেট, ৫ হাজার দেহবর্ম এবং ৫ হাজার ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা চালাতে শুরু করে রুশ বাহিনী। গত চার দিনের যুদ্ধে ইউক্রেনে কয়েশ শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। বাস্তুচ্যুত হয়ে প্রতিবেশী পোল্যান্ডসহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে লক্ষাধিক মানুষ।