ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকেছে পড়েছে রাশিয়ার সৈন্যরা
আস্থা ডেস্কঃ
ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলে ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহীনি। এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী। সূত্র- ফরাসি বার্তাসংস্থা
এএফপি।
আজ বৃহস্পতিবার দেশটিতে রাশিয়ার সামরিক বাহিনী অভিযান শুরুর পর এখন রাজধানীর দিকে অগ্রসর হতে শুরু করেছে। ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী বলেছে, কিয়েভে সরকারি স্থাপনাগুলো লক্ষ্য করে গ্র্যাড মিসাইল ছুড়ে হামলা চালাচ্ছে রুশ সৈন্যরা।
বিবিসি বলছে, শহরে বিস্ফোরণের শব্দে কম্পিত, দেশের পূর্বাঞ্চলের সম্মুখভাগ নয়, বরং কিয়েভ আক্রমণের মুখে। ইউক্রেনে আর কোনো নিরাপদ জায়গা নেই। সাধারণ মানুষের সবচেয়ে বড় ভয় হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া এবং ইন্টারনেট কাজ করছে না। আমরা সত্যিই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশে আতঙ্কের হাওয়া বইছে, গোটা দেশ আক্রমণের মূখে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা শুরু করেছে। ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো পড়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলের চেরনিহিভ, খারকিভ এবং লুহানস্ক সীমান্ত পেরিয়ে হাজার হাজার রুশ সৈন্য স্থলপথে দেশটিতে ঢুকে পড়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী।
আক্রমণ শুরুর প্রথম এক ঘণ্টায় ইউক্রেনের ৪০ জনের বেশি সৈন্য এবং ১০ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে।
ইউক্রেন বলছে, পাল্টা প্রতিরোধে রাশিয়ার অন্তত ৫০ দখলদার সৈন্য নিহত হয়েছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি, রয়টার্স, বিবিসি।