কিশোরগঞ্জের ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মত চেয়ারম্যান পদে বিজয়ী হলেন চৌধুরী কামরুল হাসান।
কেন্দ্র থেকে পাওয়া ফলাফল অনুযায়ী, নির্বাচনে চৌধুরী কামরুল হাসান কাপ পিরিচ প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৮২ ভোট পেয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট আবুল কাউছার খান মিলকী (মোটর সাইকেল) পেয়েছেন ১৬ হাজার ৮০০ ভোট।
এছাড়া এডভোকেট খলিলুর রহমান (আনারস) পেয়েছেন ১২ হাজার ৫২৪ ভোট।
নির্বাচনে চেয়ারম্যান পদে এই তিনজনসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইটনা উপজেলার মোট ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫০২ জন। মোট ভোট কেন্দ্র ৫৭টি। শতকরা হার ৪৫%।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।