ইতালিতে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে নিহত-৪১
আস্থা ডেস্কঃ
ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে নৌকাডুবিতে ৪১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। ইতালির কোস্ট গার্ড রোববার দুটি নৌকাডুবির ঘটনার কথা জানায়। তবে এই নৌকাটি ওই দুই ঘটনার মধ্যে ছিল কি না, তা স্পষ্ট করেনি।
গত সপ্তাহের বৃহস্পতিবার স্ফাক্স ছাড়ে নৌকাটি। কয়েক ঘণ্টা পর নৌকাটি বড় ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। স্থানীয় গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন বেঁচে যাওয়া যাত্রীরা।
বেঁচে যাওয়া চার জনের একটি দল উদ্ধারকারীদের বলেন, তারা যে নৌকাটিতে ছিলেন সেটি তিউনিসিয়ার স্ফাক্স থেকে ইতালির দিকে যাচ্ছিল। এই চারজন আইভরি কোস্ট ও গায়ানা থেকে আসা। তাদের নৌকায় ৪৫ জন অভিবাসন প্রত্যাশী ছিল। এর মধ্যে তিন শিশুও ছিল। বুধবার তারা লাম্পেদুসা দ্বীপে পৌঁছান।
বেঁচে যাওয়া চারজনের তিনজন পুরুষ ও একজন নারী। উদ্ধারকারীদের তারা বলেন, তাদের নৌকায় ৪৫ জন অভিবাসন প্রত্যাশী ছিল। এর মধ্যে তিন শিশুও ছিল।
তারা বলেন, তাদের নৌকাটি ছিল ৭ মিটার দীর্ঘ। গত সপ্তাহের বৃহস্পতিবার স্ফাক্স ছাড়ে নৌকাটি। কয়েক ঘণ্টা পর নৌকাটি বড় ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়।
তিউনিসিয়ান কর্তৃপক্ষ বলছে, স্ফাক্স হলো একটি বন্দরনগরী যেটি ল্যাম্পেদুসা থেকে ৮০ মাইল দূরে। এই পথটি অভিবাসনপ্রত্যাশীদের কাছে বেশ জনপ্রিয়। এই পথে তারা ইউরোপে নিরাপদ জীবন খুঁজতে যায়।