ইন্দুরকানীতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
মোঃ তৈয়বুর রহমান/পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন এইডিটি’র উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আজ শনিবার (৩০সেপ্টেম্বর) ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তনে “ফুড ফর গুড” কর্মসূচীর আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন, ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক, এইডিটি চেয়ারম্যান মেহেদী হাসান, বাবুই এর প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান, সেচ্ছা সেবক মশিউর রহমান, মোহনা টেলিভিশন পিরোজপুরের রিপোর্টার সাংবাদিক মোঃ নুর উদ্দিন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি, মোঃ জোবায়ের আল মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য এইচডিটি সংস্থা প্রতি মাসে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি-পরিবারের মাঝে পুরো একমাসের বাজার তুলে দেয়। সহায়তা প্রাপ্ত ব্যক্তিরা হলো, ইন্দুরকানী নিবাসী জান্নতি আক্তার, জাহিদুল ইসলাম ও সোলাইমান গাজীসহ আরো অনেকে।