ইন্সপেক্টর রাকিবের প্রচেষ্টায় বিকাশের প্রতারণার টাকা উদ্ধার
মোঃ মিলন মিয়া, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিঃএর গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করেন।
তিনি আজ ৮ অক্টোবর সকাল ১০ টায় পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে এসে জানায় তার মোবাইলে থাকা বিকাশে ১৭০০০/- ( সতের হাজার টাকা) প্রতারণা করে নিয়ে নিছে।
পরে সে জানায়, সকাল ০৯.৩০ মিনিটে অজ্ঞাত এক প্রতারক ফোন দিয়ে বলে যে, তার বিকাশে সরকারি প্রকল্পের ৫০০০/- টাকা বিকাশে আসবে।
এজন্য মিলনের মোবাইলে একটি মেসেজ আসবে। সেই নাম্বার প্রতারককে বলতে হবে। এভাবে কোড নাম্বার বলার এক পর্যায়ে তার পাসওয়ার্ড প্রতারকেরা জেনে যায়।
মিলনের বিকাশের ১৭০৬০/- টাকা প্রতারকেরা বিভিন্ন নাম্বারে সেন্ড মানি করে।
বিষয়টি জানার পর হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাকিব হোসেনের প্রচেষ্টায় তথ্য প্রযুক্তির সহায়তায় মাদারীপুর জেলার রাজৌর থানা এলাকা থেকে ১০,০০০( দশ হাজার টাকা) উদ্ধার করে মিলন এর জিম্মায় প্রদান করা হয়।
আরও পড়ুন ঃইন্সপেক্টর রাকিবের প্রচেষ্টায় বিকাশের প্রতারণার টাকা উদ্ধার
হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাকিব হোসেন টাকা উদ্ধারের বিষয়টি দৈনিকআস্থা কে নিশ্চিত করেছেন।
এবং তিনি সবাইকে মোবাইলে বিকাশ একাউন্টের ব্যাপারে আরও সচেতন থাকার অনুরোধ করেন।
যে যাই বলুক মোবাইলে কোন তথ্য বা মেসেজ কেউ কাউকে না বলার ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান।