ইবিতে মেহেরপুর জেলা কল্যাণ সমিতির নবীনবরণ-প্রবীণদেরবিদায়
ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীণ বরন ও প্রবীণ বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও প্রবীণ সদস্যদের বিদায়ী সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
সংগঠনটির সভাপতি এস এম মাহমুদুল তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী।
সমিতির সমাজ কল্যাণ সম্পাদক জুনাইদ ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হাবিবুর রহমান, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, উপদেষ্টা সাহাবুদ্দিন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের উপরেজিস্ট্রার গাউছুল আজম, উপগ্রন্থাগার পরিচালক রবিউল ইসলাম, গনিত বিভাগের সহকারী-রেজিস্ট্রার আমানুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হাফিজ প্রমূখ।
প্রধান উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, একত্রিত হওয়া আর এক হওয়া দুইটা আলাদা বিষয়। চাইলে সবাই একত্রিত হতে পারে। কিন্তু এক হওয়া মানে হৃদয়ে একাত্মতা ধারন করা। আজ তোমরা এখানে একত্রিত হতে নয় এক হতে এসেছো। তোমরা এটা ধরে রাখবে। প্রযুক্তির অবাধ ব্যাবহার মানুষকে মানবিক হওয়া থেকে বিরত রাখে। তাই তোমাদের প্রতি আমার অনুরোধ তোমরা মানবিক মানুষ হও। এই বিশ্ববিদ্যালয়ে তোমরা জেলার মান অক্ষুন্ন রাখতে সর্বদা সচেষ্ট থাকবে। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।