উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের
আস্থা ডেস্কঃ
ইউক্রেন যুদ্ধের জন্য উত্তর কোরিয়া রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করলে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এমনটি জানানো হয় ।
এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তাকারীদের জবাবদিহির মধ্যে রাখা অব্যাহত রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র। আমি উভয় দেশকে মনে করিয়ে দিতে চাই যে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় অস্ত্র নেওয়া হলে তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন লঙ্ঘন হবে।
তাই আমরা অবশ্যই রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সাহায্যকারীদের বিরুদ্ধে আমাদের নিষেধাজ্ঞাগুলো আক্রমনাত্মকভাবে প্রয়োগ করেছি। আমরা সেই নিষেধাজ্ঞাগুলো প্রয়োগ করতে থাকব এবংনতুন নিষেধাজ্ঞা আরোপ করতে দ্বিধা করব না।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ার ভ্লাদিভোস্তকের উদ্দেশে যাত্রা শুরু করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সূূূূূত্র- বিবিসি।