উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলায় আনন্দ উৎসব
- আপডেট সময় : ০১:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১০৮৫ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি ভোলা:ভোলা জেলার বোরহানউদ্দিন থানায় 7 ই মার্চ উপলক্ষে এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রা
প্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে বর্তমান পুলিশ সুপার, প্রশাসন এবং মেয়র মহোদয়।। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন পৌরসভার ৩ বারের নির্বাচিত মেয়র জনাব আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম,, উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবুল কালাম আজাদ, থানা পুলিশ সুপার, সর্বস্তরের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অনিল দাস ,, পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব নাগর হাওলাদার এবং জনগন ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মহোদয় সকলের সম্মুখে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন এবং দৃষ্টান্ত তুলে ধরেন।। মেয়র মহোদয় জনগনের উদ্দেশ্যে বলেন –“উন্নয়নশীল দেশে উত্তরণে বর্তমান সরকারের বিকল্প নাই।। আওয়ামী লীগ নতুন বাংলার সূচনা করেছে।। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন নিয়ে কাজ করছে”।।
















