DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

মূলা দিয়ে গাধা বস করা যায়, আমাদের না-মেয়র ইশরাক

Astha Desk
মে ২২, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

এইসব মূলা দিয়ে গাধা বস করা যায়, আমাদের না-মেয়র ইশরাক

স্টাফ রিপোর্টারঃ

আদালতের রায়ে মেয়র পদে শপথ গ্রহণে বাধা না থাকার খবর আসার পরও আন্দোলনকারীদের রাস্তা না ছাড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ না করা পর্যন্ত নেতাকর্মীদেরকে আন্দোলন চালিয়ে যেতে বললেন মেয়র ইশরাক হোসেন।

আজ বৃহস্পতিবার (২২ মে/২৫) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লেখেন, আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মূলা দিয়ে গাধা বস করা যায় আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আশা পর্যন্ত চলেছে লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।

উল্লেখ্য, এদিন ঢাকা সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে তাকে মেয়র পদে শপথ পড়াতে আর বাধা থাকল না।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]