একের পর এক বন্ধ হচ্ছে আদানির প্রকল্প
আস্থা ডেক্সঃ
হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ হওয়ার পর আদানিরা বলেছিলেন, তাদের কোনো প্রকল্পই বন্ধ হবে না। কিন্তু না সেই কথা কাজে পরিণত করতে পারেনি আদানি। বরং একের পর এক বন্ধ করে দিচ্ছে তাদের নানা প্রকল্প।
সোমবার আদানিদের পক্ষে একটি বিবৃতিতে জানানো হয়, গুজরাটের মুন্দ্রাতে তারা ৩৪ হাজার ৯শ কোটি রুপি ব্যয়ে যে পেট্রোক্যাম প্রকল্প নির্মাণ করছিল তা আপাতত স্থগিত থাকবে। আদানিদের এই ফ্ল্যাগশিপ প্রকল্প বন্ধ হওয়ার আগে এক মিলিয়ন টন উৎপাদনকারী পিভিসি প্রকল্প বন্ধ করে দেয়া হয়। সাত হাজার ১৭ কোটি রুপিতে ডিবি পাওয়ার কেনার পরিকল্পনাও বন্ধ করা হয়। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর আদানিরা প্রথম ২০ হাজার কোটির এফপিও বাজার থেকে প্রত্যাহার করে।
সোমবারের নোটিসে ঠিকাদার সংস্থাগুলিকে মুন্দ্রার পেট্রোক্যাম প্রকল্পে যাবতীয় সরবরাহ বন্ধ রাখতে নির্দেশ জারি করা হয়েছে। আদানিদের এই ঘোষণার পর ঝাড়খন্ড থেকে বাংলাদেশে বিদ্যুৎ আনার প্রকল্পটির ভবিষ্যত নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। একটি আশার কথা, ঝাড়খন্ডের গোড্ডায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।