এবার চুয়াডাঙ্গায় এক সাংবাদিক নির্যাতনের শিকার!
জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা: মহাসড়কের জায়গা দখল ও সড়কের মাটি কেটে জমি ভরাট প্রসঙ্গে কথা বলতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক সময়ের সমীকরণ এর বিশেষ প্রতিবেদক এসএম শাফায়েত। এ সময় প্রকাশ্য দিবালোকে তাকে প্রাণনাশের হুমকীও দেয়া হয়। আজ বুধবার (১৯শে মে) সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগরের উথলী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
সম্প্রতি চুয়াডাঙ্গা-জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান শুরু করে চুয়াডাঙ্গা সড়ক বিভাগ। ফলে উথলী বাসস্ট্যান্ডে অবস্থিত সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর নিজের জায়গায় মাটি ফেলে দোকান নির্মাণের জন্য ভরাট কাজ শুরু করে উথলী গ্রামের মোল্লাবাড়ির ডা. জসিম উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন যুদ্ধু। আর এই মাটি আনা হয় পুকুর খননের নামে অবৈধভাবে মাটি বিক্রি করা কিছু মাটি ও বালুদস্যুদের কাছ থেকে।
কিন্তু উচ্ছেদ অভিযানের কিছুদিন যেতে না যেতেই আবারও সড়ক বিভাগের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করা হয়। কিন্তু পূর্বে যেখানে নিজের দোকান ছিলো সেখানে দোকান নির্মাণ না করে নিজের ইচ্ছামতো অন্যজনের দোকানের জায়গায় দোকান নির্মাণ করে পুনরায় ব্যাবসা শুরু করে উথলী গ্রামেরই অপর এক দোকানী। আর সড়ক বিভাগের জায়গায় দোকান নির্মাণ করে ব্যাবসা পরিচালনা কাজের হুকুম দেন হেলাল উদ্দিন।
এ প্রসঙ্গে কথা বলতে ঘটনাস্থলে গেলে কোন কিছু বুঝে ওঠার আগেই দখলদারের নেতৃত্বে উথলী গ্রামের আমতলা পাড়ার আপন দুই ভাই শামীম (৩২) ও রাশিদুল (২৮) দেশীয় ধারালো অস্ত্র সাংবাদিক শাফায়েতের গলায় ধরে ঘটনাস্থল থেকে চলে যেতে বাধ্য করে। এ সময় তাকে শারিরীক নির্যাতনসহ প্রকাশ্যে হত্যার হুমকি ও দেয়া হয়। হেনস্তা করা হয় তার পিতা আহম্মাদ উল্লাহকেও। কৌশলে নিজের উপর হামলার এ দৃশ্য মোবাইল ক্যামেরায় রেকর্ড করেন এসএম শাফায়েত। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি নেয়া হচ্ছিলো।