শিরোনাম:
এবার দুই দিনের অবরোধ দিল বিএনপি
Astha DESK
- আপডেট সময় : ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ১০২৭ বার পড়া হয়েছে
এবার দুই দিনের অবরোধ দিল বিএনপি
স্টাফ রিপোর্টারঃ
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবিতে এবার টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।
রিজভী বলেন, আগামী রোববার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সারা দেশের সড়ক, নৌ ও রেলপথে এই সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানী ঢাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ পণ্ড ও নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পরদিন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি।