আন্তর্জাতিক ডেস্কঃ করোনা সংক্রমণের ধারাবাহিক বৃদ্ধি ঠেকাতে এবার সম্পূর্ণ লকডাউনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ জুন থেকে দুই সপ্তাহের জন্য লকডাউনের এ ঘোষণা দেয়া হয়।
শুক্রবার রেকর্ডসংখ্যক ৮ হাজার ২৯০ জন করোনা রোগী শনাক্তের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে লকডাউনের এ ঘোষণা দিলো দেশটি।
জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সভা শেষে এ ঘোষণা দেয়া হয়। ঘোষিত এ লকডাউনে একেবারেই প্রয়োজনীয় অর্থনীতির এমন কিছু খাত বাদে সবকিছুই বন্ধ থাকবে।
উল্লেখ্য, তৃতীয় দফা করোনা মোকাবিলায় বেশ হিমশিম খাচ্ছে মালয়েশিয়া সরকার। গেলো চারদিনে প্রতিদিনই রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। যার সবশেষ আজ প্রথমবারের মতো ৮ হাজার ছাড়ালো। একের পর এক বিধিনিষেধ জারির পরও সংক্রমণ রোধ হচ্ছে না। দেশটির সরকার জানিয়েছে, মানুষের চলাচলকে নিয়ন্ত্রণ করা ছাড়া কোনভাবেই করোনা মোকাবিলা সম্ভব নয়। আর সে কারণেই সম্পূর্ণ লকডাউনের এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।