DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫
ঢাকামঙ্গলবার ১৩ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয়ে চলতি সপ্তাহে সিদ্ধান্ত

News Editor
জুলাই ১২, ২০২১ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয়ে চলতি সপ্তাহে সিদ্ধান্ত

মহামারি করোনা পরিস্থিতিতে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাতে চলতি সপ্তাহে সংবাদ সম্মেলনে করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তবে পরীক্ষা হবে, নাকি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন হবে সে বিষয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। শিক্ষামন্ত্রণালয় ও শিক্ষাবোর্ড সূত্রে এমন তথ্য জানা গেছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ সোমবার (১২ জুলাই) দুপুরে জানান, এসএসসি ও এইচএসসি দুটি পাবলিক পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী শিগগির ব্রিফিং করবেন। কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত মন্ত্রী জানাবেন।

করোনা পরিস্থিতি উন্নতি না হলে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেই ঘোষণা দিতে পারেন শিক্ষামন্ত্রী। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, এসএসসি ৬০ দিন ও এইচএসসি ৮৪ দিন সরাসরি ক্লাস করিয়ে পরীক্ষা নিতে হলে কমপক্ষে আগস্টের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। কারণ ৬০ দিন ক্লাস করোনার পর পরীক্ষার আগে ১৫ থেকে ২০ দিন সময় দিতে হবে প্রস্তুতির জন্য। আবার পরীক্ষা নিতে কমপক্ষে ২৫ দিন সময় লাগবে। অন্যদিকে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ২০ থেকে ২৫ দিন বিরতি দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু করতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৫
  • ১৯:৫৭
  • ৫:১৮