৩ অক্টোবর ঢাকা থেকে ফেরার পথে এ্যাডভেঞ্চার-৯ এ জন্ম নেওয়া কন্যা সন্তান ও তার বাবা মায়ের এডভেঞ্চারে যাতায়াত আজীবন ফ্রি করে দিয়েছেন নিজাম শিপিং এর স্বত্বাধিকারী মোহম্মদ নিজাম উদ্দিন সিআইপি।
জানাগেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল গ্রামের মোঃ ফোরকান হাওলদার মোসাম্মৎ ফাহিমা বেগম ঢাকা থেকে বরিশাল ফিরছিলেন। রাত সারে ১০টার দিকে ফাহিমা বেগম লঞ্চের ২১০ নম্বর কেবিনে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এই খবর পেয়ে এ্যাডভেঞ্চার লঞ্চের মালিক মোহম্মদ নিজাম উদ্দিন সিআইপি পরিবারটির লঞ্চ যাতায়াত আজীবনের জন্য ফ্রি করে দেন। এবং মিসেস নিজাম কন্যা সন্তানটির নাম রাখেন নুসাইবা। এ সময় নবজাতক ও তার পিতা-মাতাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়া।
মোহম্মদ ফোরকান হাওলাদার কে ফোন করলে তিনি লঞ্চের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশকরেন। আজীবন এ্যাডভেঞ্চার লঞ্চে যাতায়াত ফ্রি করে দেওয়ার জন্য লঞ্চ মালিক মোহম্মদ নিজাম উদ্দিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং তার সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।