কক্সবাজারে ট্রাকচাপায় দুই জন নিহত ও ১০ জন আহত
- আপডেট সময় : ০৭:৫৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১১০৪ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
কক্সবাজার শহরের কলাতলীর ডলফিন মোড় এলাকায় ট্রাকচাপায় দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সিমেন্টবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিকে ধাক্কা মেরে পথচারীদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজার শহরের কলাতলীর দক্ষিণ আদর্শ গ্রামের মোমেনা বেগম (৬৫) ও ঢাকা উত্তরার শাহাদাত হোসেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসাপাতাল গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী কলাতলী উত্তর আদর্শ গ্রাম সমাজ কমিটির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল থেকে ট্রাকটি কলাতলী ঢালু নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হোটেল ওয়ার্ল্ড বীচ রির্সোটের সামনে একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে প্রায় ১০ জন মানুষ ট্রাকের নিচে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় জনতা তাদের উদ্ধার করে।



















